ব্লগ আর্কাইভস

ভালো ও মান সম্পন্ন ব্লগ লেখার টিপস্

. বিষয় নির্ধারন

আপনি কি পছন্দ করেন? কোন ধরনের ব্লগ আপনার পছন্দ? কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা ভাল?  এসব চিন্তা করে বিষয় নির্ধারন করুন।  বিষয়টি নিয়ে আরো শিখতে থাকুন,  বিষয়টিতে  সার্চ দিয়ে আট-দশটা ইংরেজী সাইট ঘাটুন, লেখা গুলো পড়ুন। মোটামুটি একটা ভালআইডিয়া চলে আসলে, পরে ব্লগ করুন।

. নতুন   সাম্প্রতিক  বিষয় নিয়ে লিখুন

নতুন ও  সাম্প্রতিক এবং কাছের  বিষয়ে সবার আগ্রহ বেশি থাকে।

. বেশি বেশি পড়ুন

ব্লগ লেখার পূর্ব শর্ত হলো বেশি বেশি পড়া। আপনি যদি বেশি বেশি ব্লগ , বাংলা ও ইংরেজী ব্লগ  ও খবর পড়েন তাহলে আপনার ব্লগ করা একেবারে সহজ কাজে পরিনত হবে।

. সুন্দর শিরোনাম দিন

আকর্ষনীয় সুন্দর ও মাঝারী আকৃতির  শিরোনাম দিন। আমার মতে ১২ শব্দের বেশিতে যাওয়া উচিত না। আকর্ষনীয় শিরোনামের কারনে অনেক ব্লগই বেশি হিট পায়।

. বিস্তারিত লিখুন এবং  ব্লগের আকৃতির প্রতি নজর রাখুন

ভাবতে হবে-আপনি যা জানেন পাঠক তা জানে না। তাই আপনার কথাটি  বিস্তারিত লিখতে হবে। গদ বাধা বিবরন দিয়ে বিশাল রচনা বানালে আপনার সম্পূর্ণ ব্লগটি সবাই পরবে না। প্রয়োজনে কয়েক পর্বে ভাগ করে ব্লগ লিখুন।

.আগে কেউ একরকম ব্লগ করলে

আগে কেউ একরকম ব্লগ করলে একরকম ব্লগ বাদ দিন অথবা বিস্তারিত ও সুন্দর ভাবে উপস্থাপনা করে ব্লগ করুন । একরকম ব্লগটির লিংক দিন। দেখুন

. প্রয়োজনীয়  ছবি  দিন

ছবি দেয়ার ক্ষেত্রে ডান পাশে বা বাম পাশে মাঝারী আকৃতির ছবি দিন। ছবির মাপ মোটামুটি ৩০০*৩০০ পিক্সেল এর কাছাকাছি রাখুন। যে ক্ষেত্রে বড়আকৃতির ছবি দেয়া দরকার সেক্ষেত্রে বড়আকৃতির ছবি মাঝে দিন। ছবির বিবরন দিন।এভাবে বাম পাশে ছবিটি দিতে পারেন।

. প্রয়োজনীয়  লিংক দিন

মনে রাখতে হবে-লিংক একটি অপ্রিয় জিনিস। আবার কেউ কেউ প্রয়োজনীয় লিংকের জন্যই বারবার আপনার ব্লগ ভিজিট করতে পারে। প্রয়োজনে লিংক দিন।
একই সাইটের লিংক (ভেটস্‌কর্ণারের) দেয়ার ক্ষেত্রে কৃপনতা করা উচিৎ না। ধারাবাহিক ব্লগের ক্ষেত্রে পূর্বের ও পরের ব্লগের লিংক দিন।

. ট্যাগ দিন

আপনার ব্লগটি একদিনের নয়। বছর বছর  আপনার ব্লগে হিট পরবে। সার্চ ইঞ্জিন যাতে খুজে পায় তার জন্য ট্যাগ দিন। মোটামুটি দশটি শব্দ (কমা দিয়ে দিয়ে ) ট্যাগ দেয়ার চেস্টা করুন। বাংলা শব্দ দেয়াই ভাল।

১০. বানান সতর্কতা

বানানের ব্যপারে সতর্ক থাকা উচিৎ। পোস্ট করার আগে বানানটা একটু  চেক করে নিন।

১১. ফরমেটিং করা সুন্দর করে সাজানো

  • প্যরা করে লিখুন। পাঠকের  পড়তে সুবিধা হবে।
  • প্যরার হেডিঙে<h2></h2>ব্যবহার করুন। দেখুন
  • প্রয়োজনে লিস্ট <ul><li></li></ul> বা নাম্বারিং যুক্ত করুন। দেখুন
  • কোড লেখার ক্ষেত্রে কোটেশন <blockquote></blockquote> ব্যবহার করুন।

১২. মতামতের টিপস

  • মতামতের উত্তর দেওয়ার চেস্টা করুন।
  • কেউ খারাপ মন্তব্য করলে তার সাথে বিতর্কে না যেয়ে  তার সাপোর্ট করুন এবং আপনার ত্রুটি খুজে দেখুন।
  •  মতামতে ছবি যুক্ত করার প্রয়োজন হলে ছোট আকারের ছবি দিন।
  • আপনার ব্লগটির প্রশংসা করলে তাকে ও তার ব্লগের বা সাইটের প্রশংসা করুন।
  • মতামতের মধ্যে কেউ কোন সমাধান চাইলে তার সমাধানের চেস্টা করুন।
  • কারো ব্লগে ত্রুটি ধরা পরলে সুন্দর করে জানিয়ে দিন।
  • মতামতের মাধ্যমে আপনার লিখিত বিষয়কে আরো গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করুন।

এখানে আপনার মন্তব্য রেখে যান

2 সেপ্টেম্বর, 2011 · 1:08 অপরাহ্ন